চট্টগ্রামের মিরসরাইয়ে হারুন অর রশিদ নামে এক ব্যবসায়ীর বসতঘরে দূর্ধর্ষ চুরির ঘটেছে। শুক্রবার ( ২ আগস্ট) রাত ১ টা থেকে ৩ টার মধ্যে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম খৈয়াছরা গ্রামের মঈন উদ্দিন মুন্সীর নতুন বাড়িতে এ চুরির ঘটনা ঘটেছে। এসময় ঘরে থাকা সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।
হারুন অর রশিদের স্ত্রী নাছিমা আক্তার বলেন, আমার স্বামী ব্যবসায়ীক কাজে শহরে রয়েছে, আমিও বাবার বাড়িতে ছিলাম। আমার মেয়েরা ঘরের গ্রীলের তালা লাগিয়ে রাতে আমার ভাসুরের ঘরে ছিল। শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখে ঘরের গ্রিলের তালা কাটা। পরে ঘরে ঢুকে দেখে আলমিরা, ওয়ারড্রব সব তছনছ করে ফেলেছে। খবর পেয়ে আমি দ্রুত বাবার বাড়ি থেকে ছুটে আসি। দেখি সবকিছু তছনছ করে চোরের দল আলমিরায় থাকা একটি গলার নেকলেস, স্বর্ণের চেইন, কানের দুল, আংটি ও নগদ ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে গেছে। ঘরের বারিন্দায় রাখা মোটরসাইকেলও নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তা নিতে পারেনি।
খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু জানান, আমার ইউনিয়নের পশ্চিম খৈয়াছরা এলাকার একটি বাড়িতে চুরি হয়েছে বলে শুনেছি। আমি আরো ভালো করে খোঁজ খবর নিয়ে দেখছি।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, পশ্চিম খৈয়াছরা এলাকায় চুরির বিষয়ে অবগত নই। কেউ এ বিষয়ে থানায় কোন অভিযোগও দেয়নি। আমি খোঁজ খবর নিয়ে ওই বাড়িতে পুলিশ পাঠাবো।













