২৩ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে মঘাদিয়া হিফজুল কুরআন মাদরাসার বার্ষিক মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের মিরসরাইয়ে মঘাদিয়া হিফজুল কুরআন মাদরাসার উদ্যোগে ২৭ তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি ) মঘাদিয়া ইউনিয়নের সারেংপাড়াস্থ মাদরাসা ময়দানে দুপুর থেকে শুরু হওয়া মাহফিল শেষ হয় রাত সাড়ে ১২টায়।

মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অত্র মাদরাসার সাবেক সভাপতি আলহাজ¦ মুহাম্মদ নুরনবীর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোঃসাইফুর রহমান।

মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে তাফসির পেশ করেন,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছের কুরআন,মিডিয়া ব্যক্তিত্ব,লেখক ও গবেষক,চট্টগ্রাম নগরীর পাহাড়তলীস্থ ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদের খতিব হযরত মাওলানা এম.হাসিবুর রহমান।
বিশেষ ওয়ায়েজিন হিসেবে তাফসির পেশ করেন মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মাহমুদুল হাসান,পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদের খতিব হযরত মাওলানা আমির হোসেন বেলালী,সারেংপাড়া জামে মসজিদের খতিব আলহাজ¦ মাওলানা সানাউল্ল্যাহ,জোরারগঞ্জ মারকাযুত তাহফিয মাদরাসার সহকারী পরিচালক হযরত মাওলানা হাসান বিন সেকান্তর।

এ মাহফিলে কেরাত পরিবেশন করেন লাঙ্গলমোড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম রায়হান। এছাড়াও ইসলামী সংগীত পরিবেশন করেন কর্ণফুলী শিল্প গোষ্ঠী।

আরও পড়ুন