২৫ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ জনসভায় প্রকাশ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মিরসরাই উপজেলা মহিলা আওয়ামী লীগ।

রোববার (২৮ মে) সকালে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ইসমত আরা ফেন্সির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রাজিয়া মোস্তফা, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ারা ইউসুফ, সাধারণ সম্পাদক এডভোকেট বাসন্তি প্রভা পালিত, মিরসরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা ফেন্সিসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

বক্তারা বলেন, প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই তারা দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনসম্মুখে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করেছে। আমরা প্রশাসনের প্রতি অনুরোধ রইলো তাকে যেন দ্রুত শাস্তির আওতায় আনা হয়।

আরও পড়ুন