২৪ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

মিরসরাই প্রতিনিধি »

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতিসহ বিভিন্ন থানা-ওযার্ডের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলার কাটাছরা ইউনিয়ন ছাত্রলীগ।

যাদের বিরুদ্ধে মামলার করা হয়েছে তাদের অন্যরা হলেন— কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেজবাহ উদ্দিন, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা ও কাটাছরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সহ মিরসরাইয়ের বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে কাটাছরা ইউনিয়ন ছাত্রলীগ।

বক্তারা বলেন, ‘অবিলম্বে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তা যেন দ্রুত প্রত্যাহর করা হয়।’

আরও পড়ুন