চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শাখাওয়াত হোসেন রিপন (৪২) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) তিনি মারা যান। রিপন উপজেলার মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।
এর আগে গত ৮ সেপ্টেম্বর মিরসরাই বিশেষ জাতীয় অর্থনীতি অঞ্চল সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন ছিলেন।
তিনি মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালুক গ্রামের আবুল কালামের পুত্র।
জানা গেছে, গত সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টায় মিরসরাই ইকোনমিক জোন সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রথমে চট্টগ্রাম নগরের পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। দীর্ঘ ৭ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম সাইফুল। তিনি জানান, গত ৮ সেপ্টেম্বর রাতে ব্যবসায়িক কাজে নিজ বাড়ি থেকে ইকোনমিক জোনে যাচ্ছিলেন।
পথিমধ্যে একটি অনিয়ন্ত্রিত ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পতিত হন। এতে তিনি মাথায় ও বুকে আঘাত পান। এছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয়রা উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পার্ক ভিউ হাসপাতালে নেন। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে নেওয়া হলে আজ সকাল ৯টায় তিনি মারা যান।