২৩ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে যুবদল নেতার উদ্যোগে খাল পরিষ্কার করে সচল হলো পানি প্রবাহ

চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল নেতার উদ্যোগে খালের জমে থাকা ময়লার ভাগাড় অপসারণ করে পানি প্রবাহ সচল করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে করেরহাট ইউনিয়ন যুবদল নেতা রেজাউল করিম হক সাবের উদ্যোগে ব্রিজের নিচ থেকে স্কেভেটর দিয়ে ময়লা-আবর্জনা সরানো হয়। এতে দীর্ঘদিন বন্ধ থাকা পানির প্রবাহ স্বাভাবিক হয়ে আসে।

জানা গেছে, উপজেলার করেরহাট বাজারের উত্তর পাশে খালের উপর ময়লার স্তূপের কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। এতে সড়কের পূর্ব পাশের ছত্তরুয়া গ্রামের একটি অংশে জলাবদ্ধতা দেখা দেয়। পাশাপাশি ফসলি জমিতে পানি জমে থেকে ফসল হানির আশঙ্কা দেখা দেয়। পরবর্তীতে স্কেভেটর দিয়ে ময়লা অপসারণের মাধ্যমে সমস্যা সমাধান করা হয়।

যুবদল নেতা রেজাউল করিম হক সাব বলেন, “দীর্ঘদিন ধরে ব্রিজের নিচে ময়লা-আবর্জনা জমে পানির প্রবাহ বন্ধ হয়ে ছিল। এতে বাজারকেন্দ্রিক গ্রামের রাস্তা প্লাবিত হয়ে মানুষের চলাচলে দুর্ভোগ তৈরি হয় এবং ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হয়। এমন অবস্থায় আমি উদ্যোগ নিয়ে খালটি পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি।”

আরও পড়ুন