৫ নভেম্বর ২০২৫

মিরসরাইয়ে যুবলীগকর্মী-ব্যবসায়ীর উপর হামলা, সাংবাদিকসহ আহত ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে যুবলীগকর্মী ও এক ব্যবসায়ীর উপর হামলা করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। তারা হলেন উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন মিঠু ও তার ফুফাতো ভাই, উত্তর জেলা ছাত্রদলের সদস্য ও মিরসরাই কলেজ ছাত্রদল নেতা ইকবাল হোসেন ইমন।

বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজার মুক্তার কুলিং কর্নারের সামনে এই ঘটনা ঘটে। এ সময় ব্যবসায়ীকে উদ্ধার করতে এগিয়ে এলে মুক্তার কুলিং কর্নারের মালিককে মারধর করা হয়। ব্যবসায়ীর উপর হামলার ঘটনা শুনে তার ছোট ভাই নুর হোসেন এগিয়ে এলে তাকেও লোহার রড ও স্টাম্প দিয়ে মারধর করা হয়।

ঘটনার খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ও সাংবাদিক আশরাফ উদ্দিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতিতেই মিরসরাই প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশরাফের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। হামলাকারীরা সাংবাদিক আশরাফের মোটরসাইকেল, ব্যবসায়ী নুরের ছাফার মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

এই ঘটনায় ব্যবসায়ী নুরের ছাফার ছোট ভাই নুর হোসেন বাদী হয়ে মিরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের ভিত্তিতে জানা গেছে, ব্যবসায়ী নুরের ছাফা তার স্ত্রীর বড় ভাই সাংবাদিক আশরাফ উদ্দিনের মোটরসাইকেল নিয়ে ব্যবসায়িক পণ্য বিক্রির টাকা সংগ্রহের কাজে বের হন। মিঠাছড়া বাজারে তার দোকান থেকে কিছু টাকা সংগ্রহ করে জোরারগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে মুক্তার হোসেনের কুলিং কর্নারের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল তার গতি রোধ করে তার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা ইট ও পাথর দিয়ে তার কপাল ও চোখ থেঁতলে দেয় এবং লোহার রড দিয়ে এক পায়ে মারাত্মকভাবে আহত করে।

ব্যবসায়ী নুরের ছাফা জানান, হামলাকারীরা চিহ্নিত ছিনতাইকারী। তারা রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, পাহাড় কাটা সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত। ৫ আগস্টের পূর্বে তারা ছাত্রলীগ ও যুবলীগের সাথে থেকে এসব অপকর্ম করত। এখন ছাত্রদল ও যুবদলের পদ-পদবি ব্যবহার করে অপরাধ চালাচ্ছে। কিছুদিন আগে তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। টাকা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার হুমকিও দেয়। চাঁদার টাকা না পেয়ে বুধবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়ে মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা লুট করেছে। তিনি আরও জানান, হামলাকারীরা সবাই বর্তমানে ছাত্রদল ও যুবদলের পদ-পদবিধারী।

ব্যবসায়ী নুরের ছাফার ছোট ভাই নুর হোসেন জানান, হামলাকারীরা এলাকার চিহ্নিত মাদক কারবারি ও চাঁদাবাজ। তাদের বিরুদ্ধে মিঠাছড়া বাজারের একাধিক ব্যবসায়ীর কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে মিরসরাই থানায়। এছাড়া মাদক কারবার ও পাহাড়ের মাটি অবৈধভাবে কেটে বিক্রির বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের কারণে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। গতকাল বড় ভাইয়ের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আমাকে জামায়াতের কর্মী ট্যাগ দিয়ে লোহার রড ও স্টাম্প দিয়ে মারধর করে।

সাংবাদিক আশরাফ উদ্দিন জানান, ব্যবসায়ীর উপর হামলার ঘটনা শুনে মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমানকে বিষয়টি অবহিত করি। তিনি দ্রুত পুলিশ পাঠানোর ব্যবস্থা করেন। ঘটনাস্থলে মিরসরাই থানার উপ-পুলিশ পরিদর্শক ইসমাইল ফোর্স নিয়ে হাজির হন। এ সময় আমি উপস্থিত হতেই পুলিশের সামনেই আমার উপর হামলা করে উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন মিঠু ও তার ফুফাতো ভাই ছাত্রদল নেতা ইকবাল হোসেন ইমন। ইকবাল হোসেন ইমন, ঘটনার পরে থানায় অভিযোগ দায়েরের পর থেকে বিভিন্ন নাম্বার থেকে হুমকি দিয়ে আসছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, হামলার ঘটনায় দ্রুত পুলিশ পাঠিয়ে আহত নুরের ছাফাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সাংবাদিক আশরাফকে নিরাপত্তা প্রদান করা হয়েছে। এছাড়া ব্যবসায়ীর ছোট ভাইয়ের একটি লিখিত অভিযোগ পেয়েছি, সেটি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ