৪ নভেম্বর ২০২৫

মিরসরাইয়ে যুবলীগ নেতা এলিটের গাড়িবহরে হামলা

চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারের সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৭ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার বিকালে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড প্রচারণার জন্য মিরসরাই ইকোনমিক জোনের দিকে যাচ্ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। এ সময় সড়কে বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন মঘাদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাস্টার। পরে জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে তৌহিদ আনোয়ার বাপ্পি, আবদুল্লাহ আল নাঈম রবিন, ফিরোজ খান, আবু নাসির রিপন, মোমিনুল ইসলামসহ প্রায় অর্ধশত অস্ত্রধারী হামলা চালায়।

আহত আছিফুর রহমান শাহীন বলেন, ‘স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীরের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের গাড়ি বহরে হামলা ও গুলিবর্ষণ করেছে। এসময় প্রত্যেকের হাতেই হকস্টিক, রাম দাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র ছিল।’

এ বিষয় কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘হামলায় বেশ কয়েকজন নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলায় আমার গাড়িসহ ৬টি গাড়ি ভাঙচুর করা হয়। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, ‌‘মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় এলিট তার বহর নিয়ে মানুষের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ