চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেলকে লরির ধাক্কায় হুমায়ুন কবির নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির মিরসরাই সদর ৯ নম্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন বাড়ির বদিউল আলমের ছেলে। তার এক মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
নিহতের সহকর্মী মনোয়ার হোসেন জানান, উপার্জন করার মত আর কোন ব্যক্তি নেই হুমায়ুনের পরিবারে। সকালে সবজি ব্যবসার জন্য প্রতিদিনের মত আজকেও বাজারে আসছিল। সে বেপরোয়া গতিতে কখনো বাইক চালাতো না। বাইপাস এলাকায় বড় গাড়িগুলো অতিরিক্ত বেপরোয়া গতিতে চলে। হাইওয়ে পুলিশ যদি নিয়মিত সড়কে গাড়ির ড্রাইভারদের সচেতন করে এমন দুর্ঘটনা থেকে অনেকে প্রাণে রক্ষা পাবে।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।













