‘বাংলাদেশ নাকি অর্থনৈতিকভাবে দরিদ্র, সম্পদ কম। এসব ভুলভাল বুঝিয়ে আমাদেরকে বোকার স্বর্গে বসবাস করিয়েছে দীর্ঘ সময় ধরে যারা এই রাষ্ট্রযন্ত্রকে শাসন করেছে। অথচ আমাদের এই কথা বলে ২৪০ বিলিয়ন ডলার পাচার করে দিয়েছে আওয়ামী ফ্যাসিবাদের আমলে। এরা আগেও যে পাচার করে নাই তা তো না। প্রতি সরকার পরিবর্তন হলে থলের বিড়াল বের হয়ে আসে। কোটি কোটি টাকা পাচার করে। কেউ ফেরেশতা না।
আজকে যারা লেকচার দিচ্ছে দেশ গঠন করবো, নতুন দেশ বানাবো এই লেকচার দেওয়া মানুষগুলো যখন ক্ষমতায় ছিল তখন তারা কোটি কোটি টাকা পাচার করেছে। দুর্নীতির দায়ে তাদের জেলে যেতে হয়েছে। লজ্জাজনক, ৫৪ বছরের ইতিহাসে এই দেশটা এমনভাবে গড়ে উঠতে পারে নাই যে দেশটা সমৃদ্ধির স্বর্ণশিখরে আরোহণ করতে পারে।’
বুধবার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন। যারা তাদের দেশের জনসম্পদকে কাজে লাগাতে চায়। যারা তাদের জনগোষ্ঠীকে তরুণ সমাজকে এই দেশ গঠনে অনুপ্রেরণা দিতে চায়। যারা আদর্শ নৈতিকতার ভিত্তিতে এই সমাজ গঠনের জন্য ছাত্রদেরকে আহ্বান করে। আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্ম একটা দেশের সম্পদ। তরুণ প্রজন্ম যদি জেগে উঠে একটা দেশ উন্নতির স্বর্ণশিখরে আরোহণ করতে বাধ্য।
দীর্ঘদিন ধরে এই তরুণ প্রজন্মকে দমন করে রাখা হয়েছে। কর্মক্ষেত্রে তাদের জন্য সুযোগ সৃষ্টি করা হয়নি। বিদেশে আমাদের জন্য অবারিত সুযোগ থাকার পরেও আমাদের দেশে সিন্ডিকেট তৈরি করে বিদেশে শ্রমিক পাঠানো হয় অদক্ষ শ্রমিক, তাদের রেমিট্যান্সের উপরে আবার আমার দেশ নির্ভর করে।’
জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হানের সঞ্চালনায় এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাকিব হোসাইন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. তানভীর হায়দার আরিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদী, মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির, মিরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমির নুরুল করিম, মিরসরাই উপজেলা জামায়াতের অফিস সম্পাদক শফিকুল ইসলাম শিকদার, মিরসরাই পৌরসভা জামায়াতের আমির শিহাব উদ্দিন।
অনুষ্ঠানে ২০০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ ৮ শত জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। আলোচনা পর্ব শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।