৫ নভেম্বর ২০২৫

মিরসরাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গোলাম রব্বানী তোতা মিয়া (৭৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।

সোমবার (২৭ মার্চ) দিবাগত রাতে ওই বৃদ্ধকে মায়ানী ইউনিয়নের সৈদালী গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

এর আগে দুপুরে শিশুটির মা মিরসরাই থানায় বৃদ্ধ তোতা মিয়ার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে ভুক্তভোগী শিশুটির মা জানান, ‘তোতা মিয়ার ঘরের সাথে তার টং দোকান রয়েছে। দোকান থেকে বিভিন্ন সময় শিশুকন্যাটি চিপস, চকলেট নিয়ে আসতো। সোমবার সকালে শিশুকন্যাটি তোতা মিয়ার দোকানে গেলে সে জোর করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে।

মিরসরাই থানার উপ-পরিদর্শক মো. মুফিজুল ইসলাম বলেন, ‘ধর্ষণ চেষ্টার অভিযোগ পেয়ে অভিযুক্ত গোলাম রব্বানী তোতা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করছে। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ