মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন (১২নং) পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীর (৫৩) উপর হামলার সাথে জড়িত মূল আসামী মো. শাখাওয়াতকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ জুলাই) তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে নোয়াখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক মো. শাখাওয়াত নোয়াখালী জেলার সূবর্ণচর থানার ৪নং চর ওয়াপদা ইউনিয়নের চরওয়াপদা এলাকার হকসাবের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা ও মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীর তার উপর হামলার ঘটনায় গত ১৪ জুলাই মো. শাখাওয়াতকে প্রধান করে অজ্ঞাত দুই জন সহ মোট ৪ জনকে আসামী করে থানায় মামলা (নং-৯) দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে মো. শাখাওয়াতকে নোয়াখালী এলাকা থেকে হাতিয়া থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত: গত ১০ জুলাই দিনগত রাত ১২টায় খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহেদ ইকবাল চৌধুরীকে (৫৩) খৈয়াছড়া ঝরনা এলাকায় তার বাগান বাড়িতে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।