২৪ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে গণপিটুনি

চট্টগ্রামের মিরসরাইয়ে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। অভিযুক্তের নাম কবির আহম্মদ। শনিবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে মিরসরাই কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কবির আহম্মদ দীর্ঘদিন ধরে একাধিক ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন। প্রতিদিন প্রাইভেট পড়তে যাওয়ার পথে তিনি দুই ছাত্রীকে অনুসরণ করে নানা রকম অশোভন আচরণ করতেন। বিষয়টি ছাত্রীরা তাদের পরিবারকে জানানোর পর, আজ সকালে তাদের বাবা ও স্থানীয়রা অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন এবং গণপিটুনি দেন।

গুরুতর আহত অবস্থায় কবির আহম্মদকে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুর মোহাম্মদ জানান, “কবির আহম্মদ নামে একজন গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়, তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।”

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “ইভটিজিংয়ের ঘটনায় এক যুবককে গণপিটুনি দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ছাত্রীর পরিবার ও স্থানীয়রা বিষয়টি নিজেরা সমাধানের সিদ্ধান্ত নেয়, ফলে তাকে হাসপাতালে পাঠানো হয়।”

আরও পড়ুন