২৩ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে ২৪ মামলার আসামী খিলমুরালীর হক সাবসহ গ্রেফতার ৪

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হক সাবসহ ৪জনকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৯ আগস্ট) বিকালে কক্সবাজার শহরের লাবনী পয়েন্ট এলাকা থেকে র‌্যাব-১৫, সিপিএসসি, কক্সবাজার ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। রাতে তাদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হলে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে চালান দেওয়া হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. হক সাব (২৭), ইউসুফ প্রকাশ ডাক্তার (২৬), মো. আবু সাইদ (২৭), এমরান হোসেন (২৭)।

আটকের পর র‌্যাব-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্পে হস্তান্তর করা হয়। পরে হক সাবের দেওয়া তথ্যের ভিত্তিতে তার গোপন হেফাজত থেকে দুইটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাবের তথ্য মতে, হক সাবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা এবং পৃথক ৩টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

মোট ২৪টি মামলার আসামি তিনি। অপর তিন আসামিও জোরারগঞ্জ থানার একাধিক মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, “হক সাব দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে। বাকি আসামিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত উপ-পরিচালক মিডিয়া মেজর সাদমান সাকিব বলেন, “আটককৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন