৯ ডিসেম্বর ২০২৫

মিরসরাইয়ে ৩দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে ৩দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ২৭ মে) সকালে উদ্বোধন করেন সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

৩দিন ব্যাপী মেলায় ১০ টি স্টল অংশ গ্রহন করে। মেলায় প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারনের জন্য উম্মুক্ত রাখা হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল রহমান, জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান, মিরসরাই থানার অফিসার জাহিদুল কবীর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, চেয়ারম্যান এমরান উদ্দিন, মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মেদ নিজামী, মঘাদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, ইছাখালী চেয়ারম্যান নুরুল মোস্তফা, মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের, নং চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম, উপ-সহকারী কৃষি অফিসার কাজী মোঃ নুরুল আলম সহ প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মদ বলেন, কৃষক তথা সকল স্তরের জনগন এই ঐতিহ্যবাহী মেলার মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় কৃষি প্রযুক্তি বিস্তারে মেলার বিকল্প নেই। তাই মেলার মাধ্যমে কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষের অবদান ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সহজে নতুন নতুন ধ্যান-ধারণা নিতে পারবে। তিনি মেলা থেকে বিভিন্ন জাতের বৃক্ষের চারা সংগ্রহ করে প্রত্যেককে অন্তত ১টি করে চারা রোপণ করার জন্য অনুরোধ করেন।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ