৫ নভেম্বর ২০২৫

মিরসরাইয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ জুলাই) ভোরে মিরসরাই সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকার আব্দুল খালেকের বাড়ির সামনে থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করতে না পারলেও গাঁজা বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন। তিনি বলেন, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম মিরসরাই সদরের কিছমত জাফরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি সাদা রংয়ের প্রাইভেটকারে তল্লাশী করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার (যাহার রেজি: নং-১১-০২২০) ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গাঁজা উদ্ধারের ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ