মিরসরাই প্রতিনিধি »
মিরসরাইয় বাসে তল্লাশি চালিয়ে ৮শ পিস ইয়াবাসহ রশিদ আহম্মদ (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড়ের গাছবাড়ীয়া হাদী ফকিরহাট বাজার সংলগ্ন নুর শাহ ফকির বাড়ীর প্রবেশ পথে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কুমিল্লা গামী সৌদি পরিবহনে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রশিদ আহম্মদ কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার ৭নং ওয়ার্ডের পাহাড়তলী গ্রামের মৃত সুলতান হাজীর পুত্র।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লা গামী সৌদি পরিবহনের যাত্রী হতে ৮’শ পিস ইয়াবাসহ রশিদ আহম্মদকে (৩৮) গ্রেফতার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও বলেন, শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।