২৪ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ের কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হলেন নুরুল আবছার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি»

মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নুরুল আবছার। তিনি বর্তমানে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। এর আগে তিনি কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধায় মিরসরাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির ডিওলেটারে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ এ সিদ্ধান্ত নিয়েছেন। মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১১ নভেম্বর কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বশর ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর ১মাস ৭দিন পর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল আবছার।

নুরুল আবছার বলেন, আমি জীবনে কখনো দলের সিদ্ধান্তের বাইরে রাজনীতি করি নাই। দলের সুদিন দুর্দিনে সব সময় দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেছি। আমাদের অভিভাবক সাবেক মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির উন্নয়নের রূপরেখা বাস্তবায়নে দলকে শক্তিশালী করেছি। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনের চেষ্টা করবো । আমাদের আগামী দিনের অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির স্বপ্ন বাস্তবায়নের জন্য তাঁর সুযোগ্য পুত্র আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেলের হাত কে শক্তিশালী করতে এখন থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এই জন্য আমার ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী হুমায়ুন সহ ইউনিয়ন আওয়ামীলীগের কমিটির সকলের সহযোগিতা চাই।

আরও পড়ুন