২৬ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ের তিন এতিমখানায় ঈদ উপহার ও মাস্ক দিল মুক্তিযুদ্ধ মঞ্চ

মিরসরাই প্রতিনিধি »  

মিরসরাইয়ে ৬৫ জন ছাত্রের মধ্যে ঈদ উপহার এবং মাস্ক বিতরণ করেছে উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ।

রোববার (১৭ মে) উপজেলার মিরসরাই সদর এবং জোরারগঞ্জ ইউনিয়নের অন্তগর্ত তিনটি এতিমখানায় এসব উপহার বিতরণ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।

এই সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এর সভাপতি রবিউল হোসেন রায়হান, সাধারণ সম্পাদক ইমরান খোকন।আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম রানা,সদস্য ফারুক কাইছার, চট্টগ্রাম উত্তর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এর সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এর সহ সভাপতি মুহাম্মদ অালা উদ্দিন অালো,সাহাদাৎ হোসন,সাইদুল ইসলাম সাঈদ,মোহাম্মদ ইউসুফ, যুগ্ন সাধারণ সম্পাদক শামীম সহ মুক্তিযুদ্ধ মঞ্চ এর নেতাকর্মীরা।

এই সময় মুক্তিযুদ্ধ মঞ্চ এর সভাপতি রবিউল হোসেন রায়হান বলেন, মুক্তিযুদ্ধে স্বপক্ষের শক্তি বাস্তবায়ন এবং মিরসরাই এর আগামীর কান্ডারী মাহবুব রুহেল এর হাত কে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য। যারা এই ঈদ উপহার বিতরণ সহযোগিতা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন