৬ নভেম্বর ২০২৫

মিরসরাইয়ের বিজয় মেলায় প্রশংসা কুড়াচ্ছে চেয়ারম্যান রেজাউলের ‘বিডি ক্লিন’

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামের মিরসরাইয়ে চলছে বিজয় মেলা। উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করেন বিজয় মেলা উদযাপন পরিষদ। মেলার এবারো স্টল বরাদ্দ পেয়েছে বিডি ক্লিন এর সদস্যরা। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিজয় মেলা উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী রেজাউল করিম মাস্টার বিডি ক্লিনকে বিনা মূল্যে স্টল বরাদ্দের ব্যবস্থা করে দেন।

বিজয় মেলার মাঠে প্রতিদিন মানুষের ফেলে যাওয়া আবর্জনা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন রাখেন বিডি ক্লিনের সদস্যরা। জোরারগঞ্জের এই বিজয় মেলায় বিডি ক্লিনের ২০ জন সদস্যে প্রতিদিন কাজ করে যাচ্ছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেলার প্রধান সমন্বয়কারী রেজাউল করিম মাস্টারের এমন উদ্যোগে ভাসছেন প্রশংসায়। মিরসরাই উপজেলা সেচ্ছাসেবী সংগঠনের কামরুল হাসার বলেন, সেচ্ছাসেবকদের কাজ করার জন্য ফ্লোর প্রয়োজন। স্থানীয় ইউপি সদস্য বিডি ক্লিনকে সে ফ্লোরটি দিয়েছেন এবং তারা কাজ করেও যাচ্ছেন।

বিডি ক্লিন বিজয় মেলার সমন্বয়ক মোহাইমেন আল সিয়াম বলেন, চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার আমাদের একটি ফ্রি স্টল করে দিয়েছেন। যার মাধ্যমে বিডি ক্লিন পরিবার উনার কাছে কৃতজ্ঞ। আমরা বিজয় মেলার পরিষ্কার রাখতে কাজ করে যাচ্ছি।

জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিজয় উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী রেজাউল করিম মাস্টার বলেন, বিডি ক্লিন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা কোনো প্রকারের মজুরি ছাড়া আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এবং পরিবেশ পরিষ্কার রাখতে কাজ করে যাচ্ছেন। আমিও জনগণের সেবক আর মানুষের পাশে যারা থাকে তাদেরকে সহযোগিতা করা আমার দায়িত্ব।

আরও পড়ুন