৩০ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ের মাওলানা ছেরাজুল হক প্রকাশ ছোট হুজুরের ইন্তেকাল

বাংলাধারা প্রতিবেদন »

মিরসরাইয়ের প্রখ্যাত আলেমে দ্বীন সুফিয়া নুরিয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছেরাজুল হক প্রকাশ ছোট হুজুর ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

মাওলানা ছেরাজুল হক সুফিয়া নুরিয়া ফাযিল মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্বলসা হুজুরের ছোট ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১০০ বছর।

গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি ইন্তেকাল করেন। মরহুমের ছেলে মিরসরাই প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল হক সিরাজী এ তথ্য নিশ্চিত করেন।

ছোট হুজুরের নামাজে জানাজায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, সাবেক ছাত্র নেতা মুক্তিযোদ্ধা আবুল বশরসহ বিভিন্ন রাজনৈতিক, শিল্পপতি, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও হাজার হাজার মানুষের সামিল হন।

মরহুমের ছেলে মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক ও মিরসরাই প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল হক সিরাজী বলেন, বাবা বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আজ মঙ্গলবার বিকেল তিনটায় সুফিয়া নুরিয়া ফাযিল মাদরাসার মাঠে উনার বাবার নামাযের জানাযা অনুষ্ঠিত হওয়ার পর দাফন সম্পন্ন হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন