মিরসরাই প্রতিনিধি »
দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে নির্মাণাধীন বিদ্যুতের টাওয়ার থেকে পড়ে দু’জন শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে।
জাতীয় বিদ্যুৎ গ্রীডের টাওয়ার স্থাপনের কাজ করার সময় উপর থেকে পড়ে ২ জন শ্রমিক নিহত হয়। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের নিপ্পন গ্রুপের প্লটের পাশের বিদ্যুৎের টাওয়ারে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (উপ-পরিদর্শক) মফিজুর রহমান বলেন, সোমবার দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে জাতীয় বিদ্যুৎ গ্রীডের টাওয়ার স্থাপনের কাজ করার সময় দু’জন কর্মী টাওয়ারের উপর থেকে পড়ে যায়। এসময় টাওয়ারের উপর থেকে পড়ে ঘটনাস্থালে রুবেল হোসেন (৩০) ও রুবেল শিকদার (৩২) নামে দু’জন শ্রমিক মারা যায়। তারা যশোর জেলার কোতয়ালী থানার বাসিন্দা। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)এ পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম













