মিরসরাই প্রতিনিধি »
মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার ( ২৪ জুলাই) মধ্যরাতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়ার আইজিপি ব্যাজ (বার) নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
জানা যায়, করেরহাট ইউপির পশ্চিম জোয়ার এলাকার কাটাগাং রাস্তায় গরু বেপারী মমিনুল হকের বাড়ীর দক্ষিণ পাশে রাস্তার উপর ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকার দলের সদস্যরা। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ৫ জন ডাকাত গ্রেফতার করা হয়।
আটককৃত মো. আক্তার হোসেন (২৯) উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকার মফিজ উদ্দিনের ছেলে, কামরুল (২৮) খিলমুরারী এলাকার রহিমের ছেলে, আবুল হাশেম (৩৩) উত্তর সোনাপাহাড় এলাকার আবুল কাশেমের ছেলে, মো. সুমন (২৮) বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার মৃত ছবুর তালুকদারের ছেলে, মো. ওমর ফারুক (৩২) ফেনী সদর থানার লেমুয়া এলাকার আবুল বশরের ছেলে।
এসময় তাদের কাছ থেকে ২ রাউন্ড কার্তুজ, ৫টি কিরিচ, ৩টি লোহার রড উদ্ধার করা হয়। উক্ত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইন এবং ডাকাতির প্রস্তুতি মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ