২৯ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি »

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদে স্মরণে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ আগষ্ট) সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম সাইফুল্লাহ দিদারের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মিহির কান্তি নাথ, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, যুগ্ম সম্পাদক আবুল হোসেন, অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, দপ্তর সম্পাদক সৈয়দ আবুল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফ উল্লাহ চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল আবছার, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফাহিম উল হুদা।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন