মিরসরাই প্রতিনিধি »
মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৬টি বসত ঘর। রবিবার (১৫ মার্চ) দিনগত রাত ১২টায় ৪৫ মিনিটে উপজেলার মায়ানী ইউনিয়নের ২নং ওয়ার্ড মনু ভুঁইয়া পাড়া গ্রামের ছেরু হাফেজ বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে প্রায় ১২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্তরা। এছাড়া ঘরে থাকা আসবাবপত্র সহ সব কিছু পুড়ে ছাঁই হয়ে যায়।
জানা গেছে, ছৈয়দুল হকের পাকের ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তে আগুনের লেলিহান শিখা একে একে ৬টি ঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তরা হলেন, শাহ আলম, মো. রবিন, মো. নুরুল ইসলাম, মো. সাদ্দাম, মো. নিজাম, সৈয়দুল হক।
মিরসরাই ফায়ার ফায়ার সার্ভিস এর ষ্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারি জানান, পাকের ঘর থেকে আগুনের সুত্রপাত হয়েছে। রাত ১২.৪৫টায় খবর পেয়ে দ্রুত আমরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।
বাংলাধারা/এফএস/এআর













