মিরসরাই প্রতিনিধি »
মিরসরাইয়ে ইয়াবাসহ ছকিনা খাতুন (৪২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১ হাজার ৪’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার (২২ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার মিরসরাই পৌর বাজারের নিলয় শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ছকিনা খাতুন কক্সবাজার জেলার উখিয়া থানার পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত আব্দুর রশিদের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই পৌর বাজারের নিলয় শপিং কমপ্লেক্সের সামনে থেকে ঢাকামুখী লেইনের পাকা রাস্তায় সন্দেহ জনকভাবে ছকিনা খাতুনকে মহিলা পুলিশ দ্বারা তল্লাশি চালালে তার কাছে ১ হাজার ৪’শ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক আসামির বিরুদ্ধে মিরসরাই থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।













