মিরসরাই প্রতিনিধি »
মিরসরাই থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবা সহ ব্যবসায়ী সেলিম উদ্দিন বুলেট ওরফে ব্লেড বুলেডসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে মিরসরাই সদর ইউনিয়নের আমানটোলা গ্রাম থেকে তাদেও গ্রেপ্তার করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, চট্টগ্রাম জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম মহোদয়ের নির্দেশ মোতাবেক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছি। সেই অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই সদর ইউনিয়নের আমানটোলা এলাকা থেকে মাদক সম্রাট হিসেবে পরিচিত জামশেদ আলমের পুত্র সেলিম উদ্দিন বুলেট (৩৮) ও তাঁর সহযোগী আব্দুল কাদেরের পুত্র মেশকাতকে (২২) ১০২ পিস ইয়াবা সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
উল্লেখ্য গত ১৫ ডিসেম্বর সদর ইউনিয়নে মিরসরাই থানা পুলিশের আয়োজনে আমানটোলা গ্রামকে মাদকমুক্ত এলাকা ঘোষণা করা হয়।
বাংলাধারা/এফএস/এআর













