শাহ আব্দুল্লাহ আল রাহাত »
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আরো ২৬ জনের দেহে করোনা পজেটিভ এর খবর নিশ্চিত করেছে চট্টগ্রাম সিভিল সার্জন। এতে একদিনে চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণ মিলিয়ে সব উপজেলাকে ছাড়িয়ে গেছে মিরসরাই উপজেলা।
মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত করোনা পরীক্ষার ফলাফলে উপজেলা গুলোতে মোট ১২১ জন করোনা রোগী সনাক্ত হওয়ার খবর পাওয়া যায়। তন্মধ্যে সর্বাধিক ২৬ জন করোনা রোগী নিয়ে তালিকায় সবার উপরে স্থান করে নিয়েছে মিরসরাই এবং ২২ জন করোনা রোগী দ্বিতীয় স্থানে হাটহাজারী এবং ১৪ জন নিয়ে তৃতীয় সীতাকুণ্ড।
এছাড়া বাকি উপজেলা গুলোতে করোনা রোগীর সংখ্যা দুই থেকে আট অংকের ভিতর। তবে সবচেয়ে কমে করোনা রোগী সনাক্ত হয়েছে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে এবং আজকের দিনের ফলাফলে করোনশূন্য ছিলো উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়া।

মিরসরাইয়ে সর্বশেষ ২৬ জন সহ মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ জনে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান বাংলাধারাকে জানান, করোনা রোগীদের সাথে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়মিত যোগাযোগ করছি। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জনের মতো আইসোলোশনে রয়েছেন।
বাংলাধারা/এফএস/টিএম













