২৬ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে ‘এমএইচবিআই ব্রিক ফিল্ড’কে ৫ লাখ টাকা জরিমানা

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে অপরিকল্পিত ইটভাটা নির্মাণ, পুকুরের মাটি খনন করে ইট ভাটায় ব্যবহারের দায়ে এমএইচবিআই ব্রিক ফিল্ড’র মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ ফেব্রুয়ারি) মিরসরাই সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এবং অভিযান সহযোগিতা করে মিরসরাই থানা পুলিশ এবং আনসার বাহিনী।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ইট ভাটায় অপরিকল্পিতভাবে এবং পুকুরের মাটি খনন করে ইট ভাটায় ব্যবহারের দায়ে ইটভাটা পরিচালক মোজাহের হোসেন চৌধুরীকে নগদ ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, আইন অমান্য করে মাটি খনন ও ইট ভাটায় ব্যাবহারের দায়ে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে যেন এ ধরনের কাজ না করে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে নিয়মিতভাবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন