২৮ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে এসেছে সিনোফার্মের টিকা, আগামীকাল থেকে টিকা প্রদান

মিরসরাই প্রতিনিধি »

কোভিড-১৯ টিকাদান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের প্রথম ডোজের জন্য চীনের সিনোফার্মের তৈরি ৬ হাজার টিকা মিরসরাইয়ে এসে পৌঁছেছে।

সোমবার (১২ জুলাই) বিকাল ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গুলো গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মিজানুর রহমান ও ইপিআই কর্মকর্তা কবির হোসেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজী ইপিআই কর্মকতা মো. কবির হোসেন বলেন, মিরসরাই উপজেলার জন্য আমরা সর্বমোট ৬ হাজার টিকা পেয়েছি। প্রতিটি টিকায় ১জন করে ৬হাজার জনকে মঙ্গলবার থেকে এই টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা প্রথম পর্যায়ে প্রবাসীদের অগ্রাধীকার দিবো। দুটি বুথে এই টিকা কার্যক্রম চলবে। যারা টিকার জন্য ম্যাসেজ পেয়েছেন তারাই এই টিকা নিতে পারবেন। এছাড়াও পূর্বে যারা রেজিষ্ট্রেশন করেছেন এবং ম্যাসেজ পেয়েছেন কিন্তু ১ম ডোজ টিকা নেন নাই তারাও এই টিকা নিতে পারবেন। এছাড়া যারা সিরামের ১ম ডোজ টিকা নিয়েছেন কিন্তু ২য় ডোজ নিতে পারেন নাই তারা এই টিকা নিতে পারবেনা। তাদেরকে সিরামের ভ্যাকসিনের জন্য অপেক্ষা করতে হবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন