মিরসরাই প্রতিনিধি »
মিরসরাই থানার ওয়ারেন্টভুক্ত আসামী মো. আনোয়ার হোসেনকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মিরসরাই পৌর সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ার উপজেলার খৈয়াছরা ইউনিয়নের মসজিদিয়া চরারকুল গ্রামের শাহ আলমের পুত্র।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আতাউর রহমান বলেন, গ্রেফতারকৃত আনোয়ারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলায় (নং-০১(১২/১৩) ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আজ (রবিবার) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
বাংলাধারা/এআই













