১১ নভেম্বর ২০২৫

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত, আহত ৩

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে মহাসড়কে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে সাখাওয়াত হোসেন শুভ (১৫) নামের এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরও ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এসময় কাভার্ডভ্যান চালককে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ।

শুক্রবার (২২ জুলাই) সকাল দশটার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার কমফোর্ট হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত সাখাওয়াত জোরারগঞ্জ থানার পশ্চিম হিঙ্গুলী এলাকার দেলোয়ার হোসেনের পুত্র এবং আহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

আটক কাভার্ডভ্যান চালক মো. সোহেল (২৬) কক্সবাজার জেলার পেকুয়া থানার ট্যাটন নাপিতখালী এলাকার জাকির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে উল্টো পথে রিকশা আসার সময় চট্টগ্রামমুখী কাভার্ডভ্যানটি রিকশাকে ধাক্কা দেয়। এতে পাশে থাকা পথচারী ঘটনাস্থলে নিহত হয় এবং রিকশায় থাকা তিনজন গুরুত্বর আহত হলে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করে স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, সকাল ১০টার দিকে কমফোর্ট হাসপাতালের সামনে দুর্ঘটনায় সাখাওয়াত হোসেন শুভ নামের এক পথচারী ঘটনাস্থলে নিহত হয় এবং আরও তিনজন আহত হলে পুলিশ পৌঁছানোর আগে স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে প্রেরণ করে।

এঘটনায় কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে এবং দুর্ঘটনার কবলিত কাভার্ডভ্যান ও রিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ