২৬ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে কিশোরী ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে এক কিশোরীকে (২২) ধর্ষণের অভিযোগে মো. হামিদুল হক নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী এলাকায় এ ধর্ষনের ঘটনা ঘটে।

এর আগে ওই কিশোরী বাদি হয়ে মিরসরাই থানার একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই কিশোরীর বাড়ি সীতাকুন্ড উপজেলার বহরপুর গ্রামের। মোবাইলফোনের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে হামিদের সাথে তার পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মঙ্গলবার মোবাইলফোনে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে হামিদ বাড়ি থেকে ডেকে মধ্যম মায়ানী গ্রামে নিয়ে আসে। এরপর একটি খালপাড়া জঙ্গলে নিয়ে কথাবার্তা চলার একপর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং হামিদকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ হামিদুল হককে গ্রেফতার করে।

মিরসরাই থানার উপ-পরিদর্শক আমিনুল মুজাহিদ জানান, ধর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছে। ধর্ষক হামিদুল হককে গ্রেফতার করা হয়েছে। ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য বুধবার সকালে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন