১৬ ডিসেম্বর ২০২৫

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় তরুণ নিহত

বাংলাধারা প্রতিবেদন  »

মিরসরাই সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক তরুণ নিহত হয়েছে। নিহত তরুনের নাম দিশান উদ্দিন (১৯)। শুক্রবার (২৫ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। দিশান উদ্দিন গোপালগঞ্জ জেলার সদর থানার সোনাকোড় শিকদার বাড়ির ৯ নম্বর ওয়ার্ডের তুহিন আলমের ছেলে।

জানা যায়, সকালে মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত হয় দিশান। স্থানীয়রা তাকে উদ্ধার করে সকাল ৭টার দিকে হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে জানিয়ে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ