বাংলাধারা প্রতিবেদক »
মিরসরাইয়ে পাওনা টাকা নিয়ে দুই গ্রুপের ঝগড়া মিমাংসা করতে গিয়ে নিহত ছাত্রলীগ নেতা রাজুর হত্যা মামলার প্রধান আসামি শাহিনুর হোসেন শাহীনকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-৭। আটক শাহীন উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহীন চট্টগ্রামের জোড়ারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় এলাকার সুরুজ মিয়ার ছেলে।
র্যাব জানায়, ভিকটিম ইব্রাহিম রাজুর নিকট আত্বীয় মো. জামাল উদ্দিন জনৈক এরশাদ নামক এক ব্যাক্তি কাছে দুইটি গরুর বাছুর বর্গা দেয়, গত ৯ জুলাই এরশাদের সংঙ্গে আসামি শাহীন হোসেনের মধ্যে পাওনা টাকা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে শাহীন ও তার দল মিলে মো. জামাল উদ্দিনের বর্গা দেওয়া গরুর বাছুর ২টি জোরকরে নিয়ে যেতে চেষ্টা করে। তখন গরুর আসল মালিক জামাল উদ্দিন ও তার দুই ছেলে বাছুর ২টি না নেওয়ার জন্য বাধা প্রদান করে। সে সময় শাহীন ও তার দল মো. জামাল উদ্দিন ও তার দুই ছেলের উপর ক্ষিপ্ত হয়ে তাদেরকে মারধর করে ঘটনাস্থল থেকে চলে যায়।
র্যাব আরও জানায়, বিষয়টি জামাল উদ্দিনের ছেলে আরাফাত নিহত ইব্রাহিম রাজুকে অবগত করে এবং নিহত ভিকটিম ইব্রাহিম রাজু তার দুই বন্ধুকে সংঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায় এবং শাহীন হোসেনকে মারধরের কথা জিজ্ঞাসা করলে সাথে সাথে শাহীন ও তার অপর সঙ্গীরা মিলে তাদের হাতে থাকা রাম দা, কিরিচ, ধাড়ালো ছুরি, লোহার রড দিয়ে ইব্রাহিম রাজু শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি কোপ দিয়ে আঘাত করতে থাকে।আহত ইব্রাহিম রাজুকে গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় প্রথমে স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় নিহত ভিকটিম ইব্রাহিম রাজু’র বাবা মাহি উদ্দিন বাদী হয়ে চট্টগ্রামের জোড়ারগঞ্জ থানায় ১৬ জন নামীয় এবং ১০-১২ জনকে অজ্ঞাতনামা করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানায়, গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান চালিয়ে ওই হত্যাকাণ্ডের মূল পরিকল্পণাকারী ও এজাহারনামীয় প্রধান আসামিকে গ্রেফতার করে র্যাব। পরে আসামিকে জিগেসাবাদে সে ইব্রাহিম রাজুকে নির্মম ও নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার মূল পরিকল্পণাকারী ও এজাহারনামীয় ১নং প্রধান পলাতক আসামি বলে স্বীকার করে ।
গ্রেফতার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের জোড়ারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে ।
বাংলাধারা/এসআরটি












