২৪ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে ছাত্রলীগ-যুবলীগের প্রীতি ফুটবল ম্যাচ

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন ছাত্রলীগ-যুবলীগের উদ্যোগে ঈদ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এতে ট্রাইব্রেকারে যুবলীগকে ৩-১ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে মায়ানী ইউনিয়ন ছাত্রলীগ।

শুক্রবার (২১ মে) বিকেলে উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রতিদন্দিতা করেন মায়ানী ইউনিয়ন ছাত্রলীগ বনাম ইউনিয়ন যুবলীগ।

মিরসরাইয়ের সাংসদ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি পুত্র চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেলের নির্দেশনায় এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার কবির আহম্মদ নিজামী।

এমসয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, সদস্য গিয়াস উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাফর ইকবাল নাহিদ ও মিঠুন শর্মা, মায়ানী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরের ছাপা নয়ন।

খেলা শেষে উভয় দলের প্রত্যেক খেলোয়াড়ের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও মাননীয় প্রধানমন্ত্রীর লেখা শেখ মুজিব আমার পিতা বইগুলো তুলে দেন উপস্থিত অতিথিরা।

এসময় বক্তারা বলেন, তরুণ ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক একটি সামাজিক ব্যাধি, যা দেশের তরুণ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাদেরকে মাদক থেকে দূরে রাখার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা।তরুণ প্রজন্মকে মাদকের আগ্রাসন থেকে মুক্ত রাখতে হলে খেলাধুলার প্রতি মনোযোগ দিতে হবে।

তারা আরও বলেন, বর্তমান ছেলে-মেয়েরা ডিজিটাল গেমে আসক্ত হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। তাই তাদের কে এইসব থেকে দূরে রাখতে গ্রামঅঞ্চলে বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন