বাংলাধারা ডেস্ক »
মিরসরাইয়ের বারইয়াহাট এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাবুল হোসেন (৫২) নামে এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন।
সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় ঢাকা-চট্টগ্রাম রেলরুটের বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল হোসেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর বল্লভপুর গ্রামের মৃত জমির উদ্দিন মজুমদারের ছেলে। চট্টগ্রামের হালিশহর এলাকার মইন্যাপাড়া রাস্তার মাথা এলাকায় বাসা ভাড়া থেকে একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তা রক্ষী। তিনি ৩ দিনের ছুটি নিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
জোরারগঞ্জ থানার এসআই রতন কান্তি দে গণমাধ্যমকে জানান, নিহতের পরিচয় শনাক্ত করে তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তার সাথে থাকা জিনিসপত্র পুলিশ হেফাজতে রয়েছে। আমরা রেলওয়ে (জিআরপি) পুলিশের সাথে যোগাযোগ করেছি।













