২৭ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা—হতাহতদের পরিচয় মিলেছে

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় হতাহতদের পরিচয় মিলেছে। হতাহত ১৭ যাত্রীর সাবই হাটহাজারীর আর এন্ড জে নামে একটি কোচিং সেন্টারের ছাত্র-শিক্ষক।

এ ঘটনায় ছাত্র শিক্ষকসহ ১১ জনই ঘটনাস্থলে নিহত হন। এছাড়া আহত হন ৬ জন। আহতরা সবাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন আছেন।

আহতরা হলেন— মাইক্রোবাসের হেলপার তৌকিদ ইবনে শাওন (২০), একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. মাহিম (১৮), কেসি শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র তানভীর হাসান হৃদয় (১৮), কেসি শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র মো. ইমন (১৯), এসএসসি পরীক্ষার্থী তছমির পাবেল (১৬) ও মো. সৈকত (১৮)।

অন্যদিকে নিহত ১১ জনেরও পরিচয় মিলেছে। তারা হলেন- আর অ্যান্ড জে কোচিং সেন্টারের শিক্ষক মোস্তফা মাসুদ রাকিব (২৮), জিয়াউল হক সজীব (২৮), রিদোয়ান চৌধুরী (৩১) ও ওয়াহিদুল আলম জিসান (৩২)।

শিক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী হিশাম (১৮), আয়াত (১৮), মারুফ (১৭), তাসফির (১৮) ও হাসান (১৯)।

নিহত অন্যজন হলেন- মাইক্রোবাস চালক গোলাম মোস্তফা (৩৫), তিনি হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী এলাকার বাসিন্দা।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল আলম বলেন, ‘আর এণ্ড জে কোচিং সেন্টারের শিক্ষক ও ছাত্ররা সেখানে ঘুরতে গিয়েছিলেন। গাড়িতে কোচিং সেন্টারের ৪ জন শিক্ষক ছিল। বাকিরা শিক্ষার্থী।’

আরও পড়ুন