২৬ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে দুই মাদক কারবারি আটক

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাই থানা পুলিশের পৃথক অভিযানে মো. সালমাস (২৪) ও আলী হোসেন (৩৫) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

এসময় উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের খৈয়াছড়া ঝর্ণার রাস্তায় ১০লিটার চোলাই মদসহ রোববার দিবাগত রাতে একজনকে আটক করা হয়।

অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাটে অভিযান চালিয়ে ৩৯৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়।

আটককৃতরা হলো— মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম খৈয়াছড়া এলাকার আব্দুল মোতালেব ভূঁইয়া বাড়ীর মো. ইসমাইলের পুত্র সালমান এবং অন্যজন কুমিল্লার মুরাদনগর থানার ঘোড়াশাল ইউনিয়নের ইউসুফ নগর এলাকার মো. মোকতল হোসেনর পুত্র আলী হোসেন।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খৈয়াছড়া ঝর্ণার রাস্তার মাথায় অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় চোলাইমদসহ সালমানকে গ্রেফতার করা হয়। সালমান দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। অপর অভিযানে উপজেলার হাদিফকিরহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে মো. আলী হোসেনকে ৩৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন