২৫ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে পিকআপভ্যান উল্টে নিহত ১

বাংলাধারা প্রতিবেদন  »

মিরসরাইয়ের ঠাকুরদিঘি বাজার এলাকায় পিকআপভ্যান উল্টে একজনের মৃত্যু হয়েছে। এসময় চালকসহ আহত হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটায় দিকে এ দুর্ঘটনা ঘটে।

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী জানান, ‘চট্টগ্রামগামী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই গাড়িতে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গুরুতর আহত চালক ও তার এক সহকারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।’

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন