৭ নভেম্বর ২০২৫

মিরসরাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মিরসরাই প্রতিনিধি »

চট্টগ্রামের মিরসরাইয়ে মায়ের সাথে পুকুর ডুবে মারা গেছে মো. আরিফ হোসেন নামে দুই বছরের এক শিশু।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সৈদালী গ্রামের নুরুল হক ডাক্তার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু সাহেরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ডোমখালী গ্রামের কোরবান আলী মুন্সি বাড়ির বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াছিন উল্লাহ বলেন, শিশু আরিফের মা বাড়ির পুকুরঘাটে মাছ ধুতে যান। এ সময় সেও মায়ের সাথে পুকুর ঘাটে চলে যায়। মা কাজ শেষে ঘরে আসার সময় ছেলেকেও নিয়ে আসেন। আবার মায়ের চোখে ফাঁকি দিয়ে পুকর ঘাটে চলে যায়। পরে আরিফকে না দেখে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা সদরের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান ইশান বলেন, পানিতে ডুবে যাওয়া এক শিশুকে দুপুরে হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। হাসপাতালে নিয়ে আসার আগে শিশুটি মারা যায়।

মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী সৈদালী এলাকায় পানিতে ডুবে শিশু মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ