১৩ ডিসেম্বর ২০২৫

মিরসরাইয়ে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধ নিহত

মিরসরাই প্রতিনিধি  »

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রাইভেটকারের ধাক্কায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঠাকুরদীঘি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম অমল মজুমদার (৭০)। সে দূর্গাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হরিহরপুর গ্রামের অমেশ মহাজন বাড়ির বাসিন্দা।

নিহতের চাচাতো ভাই শিমুল বলেন, বুধবার সকালে অমল বাড়ি থেকে ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে একটি প্রাইভেট কার এসে তাকে ধাক্কা দেয়। সেখান থেকে তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, উপজেলার মিঠাছরা বাজারে অমল ষ্টোর নামে একটি মুদি দোকান আছে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আজ বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

এই বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনর্চাজ ফিরোজ হোসেন বলেন, সড়ক দূর্ঘটনার বিষয়ে আমরা অবগত নই।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ