১০ নভেম্বর ২০২৫

মিরসরাইয়ে প্রয়াত নেতাদের স্মরণ করলো প্রাক্তন ছাত্রলীগ পরিষদ

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাই উপজেলা ছাত্র লীগের সাবেক নেতা কর্মীদের নিয়ে গড়ে উঠেছে প্রাক্তন ছাত্রলীগ পরিষদ সংগঠন। বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জীবিত এবং মৃত সাবেক ছাত্রলীগ নেতা কর্মীদের শ্রদ্ধার সাথে স্মরণ করে আসছে এ সংগঠন। মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান মরহুম কেফায়েত এর ২৬তম মৃত্যুবার্ষিকী ও মিরসরাই উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি মরহুম মোশাররফ হোসেন তারিফ এর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার মিরসরাই প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে দুইজনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিবসটি পালন করা হয়। পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে মরহুম কেফায়েত উল্যাহ এবং মোশাররফ হোসেন তারিফ এর পরিবারের সদস্যরা এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযুদ্ধের সন্তান কমান্ড ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রাক্তন ছাত্রলীগ পরিষদ মিরসরাই উপজেলার পক্ষ থেকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জেয়ারত, শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার, সাবেক চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, নিজাম পুর কলেজের সাবেক ভিপি জসিম উদ্দিন, সাবেক ছাত্র নেতা নাজিম উদ্দীন, সাবেক ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন সুজন, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল আলম, মুক্তিযুদ্ধের সন্তান কমান্ড এর সভাপতি নয়ন ধুম, সাধারণ সম্পাদক আবু জাফর প্রমুখ।

আরও পড়ুন