বাংলাধারা ডেস্ক »
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত জাতীয় শিশু-কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার মিরসরাই উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি করা হয়েছে মিনহাজ উদ্দিন বাবুকে ও মো. আবদুল নুর রিয়াজকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি আছিফুর রহমান শাহীন এবং সাধারণ সম্পাদক মোকাররম হোসেন ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন করে এ কমিটি ঘোষণা করেন।
আগামী এক মাসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উত্তর জেলার সভাপতি আছিফুর রহমান শাহীন বলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত একটি সংগঠন। আমাদের কেন্দ্রীয় সব অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত থাকেন।
তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক সৈয়দ মোরশেদ উল্লাহসহ কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে ও নির্দেশে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর-দক্ষিণ এবং মহানগর শাখা গত দুই বছর একত্রে জাতির পিতার জন্মদিন, শেখ রাসেলের জন্মদিন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান, জাতির পিতার ভাস্বকর্য ভাংচুরের প্রতিবাদসহ দেশে বিশৃংখলা সৃষ্টিকারী জামাত-বিএনপির বিরুদ্ধে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করি।
তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে চট্টগ্রাম প্রেসক্লাবে বর্ধিত সভার মাধ্যমে চট্টগ্রাম উত্তর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছি। সেসময় আমরা বলেছিলাম, খুব অল্প সময়ের মধ্যে উত্তরজেলার সব উপজেলা এবং পৌরসভায় নতুন কমিটি গঠন করবো। তারই ধারাবাহিকতায় আমরা ইতোমধ্যে ফটিকছড়ি উপজেলা কমিটি ঘোষণা করেছি। আজ মিরসরাই উপজেলা কমিটি ঘোষণা করা হলো। আগামীতে বাকি উপজেলাগুলোতেও কমিটি দেওয়া হবে।
সংশ্লিষ্ট সংবাদ












