২৪ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তের আগুন

বাংলাধারা প্রতিবেদন »

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী গ্রামে এ ঘটনা ঘটেছে।

বুধবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‌‘আমরা সবাই ঘুমিয়েছিলাম। রাত ২টার দিকে আমার বাড়ির এক কর্মচারী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাইরে গেলে আগুন জ্বলতে দেখেন। তার ডাক-চিৎকারে ঘুম থেকে উঠে দেখি, দুই ঘরের মাঝখানে করিডোরে আগুন জ্বলছে। করিডোরের সঙ্গে লাগানো কক্ষে আমি, আমার স্ত্রী ও সন্তান ঘুমিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে অল্পের জন্য সবাই রক্ষা পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হওয়ার পর আমার বাড়িতে মাঝে মাঝে নেতা-কর্মীদের সঙ্গে, মতবিনিময় ও আলোচনা সভা হতো। কিছুদিন আগে নেতা-কর্মীদের নিয়ে আসা একটি অটোরিকশার গ্লাস ভাঙচুর করে কে বা কারা। এরপর বাড়িতে চুরির ঘটনা ঘটে। আরেকদিন রাতে অজ্ঞাত এক লোক বাড়ির ছাদে উঠে যায়। কিন্তু দেখে ফেলায় সে দ্রুত পালিয়ে যায়। আমি বিষয়গুলো নিছক সাধারণ ঘটনা মনে করেছিলাম। কিন্তু গতরাতে কে বা কারা বাড়িতে পরিকল্পিতভাবে আগুন দিয়ে আমাকে ও আমার পরিবারকে হত্যার চেষ্টা করেছে।’

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘বিএনপি নেতার বাড়িতে আগুন লাগার বিষয়ে কেউ কিছু জানায়নি। খোঁজ-খবর নিতে সেখানে পুলিশের একটি টিম পাঠানো হবে।’

আরও পড়ুন