২৮ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে বিএসআরএম কারখানায় দগ্ধ হওয়া আরো ২ শ্রমিকের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএম ফ্যাক্টরিতে কাজ করার সময় লোহার গলিত সীসায় দগ্ধ হওয়ার ঘটনায় আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) দিবাগত রাতে তাদের মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, চট্টগ্রাম থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুমিল্লায় অ্যাম্বুলেন্সে গিয়াস উদ্দীন এবং নজরুল ইসলাম নামে আরও দুই শ্রমিকের মৃত্যু হয়।

এর আগে গতকাল শনিবার বিকালে বিএসআরএম ফ্যাক্টরিতে কাজ করার সময় লোহার গলিত সীসায় দগ্ধ হয়ে মো. আবুৃর কাশেম (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়।

উল্লেখ্য, শনিবার (৬ জুন) বিকেলে জোরারগঞ্জে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) কারখানায় গলিত তপ্ত লোহায় দগ্ধ হয়ে ৫ শ্রমিক গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন