২৬ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে মহামায়ায় ক্রেজিএফ রেস্টুরেন্ট উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি»

চট্টগ্রামের মিরসরাইয়ে ভ্রমণপিপাসুদের প্রিয় মহামায়া ইকোপার্ক এলাকায় আধুনিক মানসম্মত রুচিশীল খাবারের প্রতিশ্রæতি নিয়ে উদ্বোধন হয়েছে ক্রেজিএফ রেস্টুরেন্ট। বুধবার (৫ জানুয়ারি) বিকেলে ফিতা কেটে রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।

এছাড়া সকালে রেস্টুরেন্টে শুভ যাত্রা উপলক্ষে স্থানীয় এতিমখানার শিশুদের নিয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের সদস্য, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

উদ্যোক্তরা মনে করেন মহামায়া ইকোপার্ক এবং লেক বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান। প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য্য উপভোগ করতে আসেন দেশবিদেশের হাজার পর্যটক। কিন্তু এখানে একটি মানসম্মত রেস্টুরেন্টের অভাব ছিল। আশা করি ক্রেজিএফ রেস্টুরেন্ট সে অভাব পূরণ করবে বলে আশাবাদী তারা। মানসম্মত রেস্টুরেন্টের মধ্যে ক্রেজিএফ রেস্টুরেন্ট হবে সবার সেরা।

ক্রেজিএফ রেস্টুরেন্টের স্বত্তাধিকারী নুরুজ্জামান বলেন, আমরা মানসম্মত, রুচিশীল ও টাটকা খাবার পরিবেশনের শতভাগ নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ। বিয়ের ফর্দ, জন্মদিন, সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজনের সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। সবসময় বিশেষ ব্যবস্থায় থাকবে হোম ডেলিভারী সার্ভিস।

নতুন এই রেস্টুরেন্টে খাবার তালিকায় থাকছে চিকেন ফ্রাই, পপ চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন অন থন, চিকেন স্যন্ডউইচ, ক্লাব স্যান্ডউইচ, চিকেন বার্গার, চিকেন শর্মা, চিকেন নুডলস, ঝাল ও দই ফুচকা, চটপটি, রেড চিনি পাস্তা, ফ্রাইড রাইস, চিকেন তেহারী, মোরগ পোলাও, চিকেন বারবিকিউ চিকেন চাপ, সুরমা গ্রীল, চিকেন থাই স্যুপ চিকেন কর্ণ স্যুপ, বিফ কারী, চিকেন কারী ও ক্রেজিএফ স্পেশাল চিকেন হটপট ।

বাংলাধারা/এফএস

আরও পড়ুন