৩ নভেম্বর ২০২৫

মিরসরাইয়ে মহাশশ্মান অন্তিম ধামের উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি  »

চট্টগ্রামের মিরসরাইয়ে সনাতন ধর্মালম্বীদের মহাশশ্মান অন্তিম ধামের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামে মহাশশ্মানের উদ্বোধন করেন চট্টগ্রাম কৈবল্যধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য।

এসময় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম শর্ম্মা, বারইয়ারহাট পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম খোকন, হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন হারুন, হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোনা মিয়া সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী আহচান, বারইয়ারহাট পৌর কাউন্সিলর শিল্পী ভৌমিক, বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সুনীল চন্দ্র নাথ, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র দেবনাথ, মহাশ্মশানের প্রতিষ্ঠাতা প্রদীপ কুমার দে, সমাজসেবক সঞ্জীব দে ও সমির কান্তি উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম কৈবল্যধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য বলেন, সবাইকে একদিন পরপারে চলে যেতে হবে। তাই আমাদের সকলের উচিত ভালো কাজে নিজেদের নিয়োজিত রাখা। জামালপুর গ্রামে মহাশ্মশান উদ্বোধন নিঃসন্দেহে একটি ভালো কাজ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ