মিরসরাই প্রতিনিধি »
মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর (আকবর নগর) আবাসন এলাকার লাদেন টিলা শাহাপুর জামে মসজিদের পূর্ব পাশে পোল্ট্রি খামারের ভিতর থেকে শারমিন আক্তার (১৪) নামে একজন কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সন্ধ্যা রাত ৮টায় পোল্ট্রি খামারের ভেতরে তার লাশ ঝুলন্ত অবস্থায় ছিলো। সেখান থেকে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে আসে। নিহত কিশোরী ঐ এলাকার আবুল বশরের মেয়ে এবং করেরহাট গণিয়াতুল উলুম হোসাইনীয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন ও ওসি তদন্ত মুহাম্মদ হেলাল উদ্দিন।
বাংলাধারা/এফএস/এআই













