২৬ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে যুবকের আত্মহত্যা

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ২নং হিঙ্গুলী ইউনিয়নে নিজ দোকান ঘরে গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।

নিহতের নাম মোহাম্মদ আলী (২৭)। সে হিঙ্গুলী ইউনিয়নের উত্তর জামালপুর এলাকার চৌধুরী মেম্বার বাড়ির কোব্বাত হোসেনের ছেলে। সে মঙ্গলবার দিবাগত রাতে আত্মহত্যা করেছে বলে জানা যায়।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে নিহতের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সকালে দোকান থেকে বাড়িতে গিয়ে নাস্তা করলেও আজকে সকালে বাড়িতে না যাওয়ায় তার মা দোকানের বাহির থেকে ডাকলে কোন সাড়া পাননি। পরে স্থানীয়রা দোকানের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকলে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। এখনও নিহতের পরিবারের কেউ অভিযোগ দায়ের করেননি। প্রেমঘটিত কারণ হতে পারে বলে প্রাথমিক ধারণা করা যাচ্ছে বলে জানান তিনি।

বাংলাধারা/এআই

আরও পড়ুন